ভাগ্য ফেরাতে বাড়িতে রাখুন কর্পূর



 ভাগ্য ফেরাতে বাড়িতে রাখুন কর্পূর 
★★★★★★★★★★★★★★★★★★★
পরিবারের চলছে আর্থিক সমস্যা ? টাকাপয়সার টানাপোড়েনে সংসারে শান্তি নেই ৷ অনেক বলেছেন সময় খারাপ যাচ্ছে ৷ সমস্যা দুর করতে বিভিন্ন রকম উপায় প্রয়োগ করেও ফল পাননি কোন ৷ তবে আর চিন্তার কোনও দরকার নেই ৷ এই উপায়ে খুব শীঘ্রই ও সহজে খুলে যাবে আপনার ভাগ্যের চাবি ও একই সঙ্গে সমস্ত সমস্যা ও চিন্তা দুর হয়ে যাবে ৷
প্রত্যেক বাড়ির পুজোর ঘরে কর্পূর রাখা অত্যন্ত জরুরি ৷ ভগবানের আরতি ও পরিবেশ শুদ্ধ করার জন্য বেশিরভাগ সময় কর্পূর ব্যবহার করা হয়ে থাকে ৷ এই কর্পূর আপনার ভাগ্য ফিরিয়ে আনতে একটি মুখ্য ভূমিকা পালন করে ৷
তাই আপনিও যদি আপনার ভাগ্য ফিরিয়ে আনতে চান তাহলে আপনিও বাড়িতে রাখতে শুরু করে দিন কর্পূর ৷ এটি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে শুরু করলেও আপনার জীবনেও ধন সম্পত্তির কোনও অভাব থাকবে না ৷
আপনার পরিবারে যদি টাকা পয়সা নিয়ে কোনও সমস্যা থাকলে, অথবা বেশি টাকা খরচ হলে বা কারণ ছাড়াই আর্থিক সমস্যায় ভুগলে রাতে রুপোর বাটিতে কর্পূর ও লবঙ্গ একসঙ্গে পোড়ান ৷ বেশ কয়েকদিন এই নিয়মটি পালন করলেই দেখবেন আবার আপনার গৃহে লক্ষ্মী কৃপাদৃষ্টি ফিরবে, ফিরবে ভাগ্য ৷
বাড়ি বা অফিসের বাস্তুদোষ দুর করতে বাড়িতে রাখুন কর্পূর ৷ শেষ হবার পূর্বে আরও নিয়ে এসে বাড়ীতে রাখুন ৷ এটা নিয়মিত মেনে চললে দেখবেন বাস্তুদোষ অনেকটাই কেটে গিয়েছে

No comments

বাস্তুদোষ কাটান ।ও।বিদ্যা শিক্ষার উন্নতির জন্য বাড়িতে দক্ষিণা বর্তী শঙ্খ রাখুন উন্নতি আসবে।

বাস্তুদোষ কাটান ।ও।বিদ্যা শিক্ষার উন্নতির জন্য বাড়িতে দক্ষিণা বর্তী শঙ্খ রাখুন উন্নতি আসবে। https://youtu.be/fFBQjxcQzxc https://youtu....

Theme images by RBFried. Powered by Blogger.