গ্রহচক্র




গ্রহচক্র

মানুষের জন্মান্তরীণ কর্মচক্রেই গ্রহচক্র নামে অভিহিত হয়ে আসছে I অন্তঃদৃষ্টি স্নিগ্ধ যোগী ছাড়া এই কর্মচক্র দর্শন করা কারও পক্ষে সম্ভব নয় I সেইসব গ্রহের অবস্থান মানুষের ভূত, ভবিষ্যত, বর্তমান কর্মের সূচক মাত্র I তার মতে সূর্য [রবি], চন্দ্র, মঙ্গল, বুধ প্রভৃতি নবগ্রহ জনার্দনেরী নবরূপ I ঈশ্বর এই হিসাবে মানুষকে তার কর্মফল ভোগ করিয়ে থাকেন I
●সূর্য-যজুর্বেদে বলা হয়েছে ‘সূর্য’আত্মাজগতস্তন্থৃষশ্চ I এর অর্থ হল জগৎ অর্থাৎ চেতন প্রাণীর ও জঙ্গম বা যারা তাদের এবং ‘তস্তূষ’ অপ্রাণী অর্থাৎ স্থাবর জড় যেমন পৃথিবী আদি ঐ সকলের আত্মা বলে এবং স্বপ্রকাশরূপে সকলকে প্রকাশ করেন বলে পরমেশ্বরের নাম সূর্য বা রবিগ্রহ I
●চন্দ্র-[চদী আহ্লাদে], এই ধাতু হতে চন্দ্র শব্দ সিদ্ধ হয় I যিনি আনন্দস্বরূপ এবং যিনি সকলের আনন্দদাতা, ঈশ্বরের নাম চন্দ্রগ্রহ I 
●মঙ্গল-যিনি স্বয়ং মঙ্গলস্বরূপ এবং সর্বজীবের মঙ্গলের কারণ, সেই পরমেশ্বরের নাম মঙ্গল গ্রহI
●বুধ-যিনি স্বয়ং বোধস্বরূপ এবং সকল জীবের বোধের কারণ, সেই পরমেশ্বরের নাম বুধ গ্রহ I
●বৃহস্পতি-যিনি মহাদেব অপেক্ষাও মহান এবং যিনি আকাশদি ব্রহ্মান্ডসমূহের অধিপতি, সেই পরমেশ্বরের নাম বৃহস্পতি গ্রহ I
●শুক্র-যিনি অত্যন্ত পবিত্র এবং যা সংসর্গে জীবও পবিত্র হয়ে যায় সেই পরমেশ্বরের নাম শুক্র I
●শনি-যিনি সকলের মধ্যে সহজেই প্রাপ্ত অথচ ধৈর্যবান, সেই পরমেশ্বরের নাম শনৈশ্চর বা শনিগ্রহ I
●রাহু-যিনি একান্তস্বরূপ, যার স্বরূপে অন্য পদার্থের সংযোগ নেহ, যিনি দুষ্টদেরকে পরিত্যেগ করেন এবং কোরান সেই পরমেশ্বরের নাম রাহুগ্রহ I
●কেতু-যিনি সমস্ত জগতের নিবাসস্থান, যিনি সর্বরোগরহিত এবং যিনি মুমুক্ষুদেরকে মুক্তি সময়ে সকল রোগ হতে মুক্ত করেন, সেই পরমাত্মার নাম কেতুগ্রহ I
জয় গুরু I
●সংগৃহীত●

No comments

বাস্তুদোষ কাটান ।ও।বিদ্যা শিক্ষার উন্নতির জন্য বাড়িতে দক্ষিণা বর্তী শঙ্খ রাখুন উন্নতি আসবে।

বাস্তুদোষ কাটান ।ও।বিদ্যা শিক্ষার উন্নতির জন্য বাড়িতে দক্ষিণা বর্তী শঙ্খ রাখুন উন্নতি আসবে। https://youtu.be/fFBQjxcQzxc https://youtu....

Theme images by RBFried. Powered by Blogger.