একোদন্ত



মহাঋষি বেদব্যাস স্থির করলেন তিনি রচনা করবেন মহাভারত | কিন্তু শ্লোক রচনা করে অত বড় মহাকাব্য লেখা তো কঠিন | তাই‚ বেদব্যাস শরণাপন্ন হলেন ব্রহ্মার | তিনি পরামর্শ দিলেন‚ গণেশের সাহায্য নিতে |
সেইমতো তপস্যায় বসলেন বেদব্যাস | সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন মহাজ্ঞানী গণেশ | বেদব্যাসকে সাহায্য করতে সম্মত হলেন তিনি | কিন্তু শর্ত রাখলেন‚ বেদব্যাস এক লহমার জন্যও থামতে পারবেন না | থামলেই গণেশ বন্ধ করবেন রচনা |
বিপদ বুঝে পাল্টা শর্ত রাখলেন বেদব্যাসও | বললেন‚ তিনি থামবেন না | কিন্তু গণেশকেও সব শ্লোক বুঝে লিখতে হবে | আগে বুঝতে হবে | তারপর লিখতে হবে | তাতে সম্মত হলেন গণপতি |
এরপর শুরু হল মহাভারত লেখা | বেদব্যাস ইচ্ছে করে জটিল শ্লোক রচনা করে বলতে লাগলেন | বুঝতে সময় নিলেন গণেশ | এতে বেদব্যাস সময় পেয়ে গেলেন পরবর্তী শ্লোক রচনার |
এইভাবে একদিকে ব্যাস বলে চলেন | পার্বতী-পুত্র লিখে চলেন | লিখতে লিখতে পালকের কলম গেল ভেঙে | এ বার উপায় ? থামলে তো চলবে না | তাই গণেশ নিজের একটি দাঁত ভেঙে নিলেন | সেটাই হল মহাভারত লেখার কলম | যতই লেখো না কেন‚ গজদন্ত তো আর ভাঙবে না !
এভাবে লম্বোদরের দাঁত দিয়ে লেখা হল পৃথিবীর বৃহত্তম মহাকাব্য | মহাভারতে আছে হাজারের বেশি শ্লোক | শব্দসংখ্যা ১.৮ মিলিয়নেরও বেশি | ভারতীয় পুরাণে এই আখ্যান আত্মত্যাগের এক নজির |
গণেশের দাঁত ভাঙা নিয়ে আছে আরও তত্ত্ব | তার সঙ্গেও জড়িত আত্মত্যাগ | কথিত‚ শিবের বরে বলীয়ান হয়ে পরশুরাম ক্ষত্রিয় নিধন করেন | শিবকে কৃতজ্ঞতা জানাতে কৈলাস পর্বতে যান
কিন্তু সেখানে ঢুকতে বাধা পান পরশুরাম | পাহারারত গণেশ জানান‚ শিব তখন নিদ্রামগ্ন | পরশুরামকে পরে আসতে হবে | এতে কুপিত পরশুরাম গণেশকে আক্রমণ করেন | গণেশও সমানে সমানে লড়াই করতে থাকেন | কিন্তু শেষ অবধি পরশুরাম প্রয়োগ করেন নিজের কুঠার | কোনও বাধা দেননি গণেশ | কারণ‚ কুঠারটি দিয়েছিলেন স্বয়ং মহাদেব | বিনা প্রত্যাঘাতে কুঠারাঘাতে ভেঙে পড়ল গণেশের একটি দাঁত | এখানেও আত্মত্যাগ | বাবার সম্মান ক্ষুণ্ণ না করতে প্রত্যাঘাতে বিরত থাকেন গণেশ | কার্যত উৎসর্গ করেন নিজের অঙ্গ | সেই থেকে গণেশের নাম একোদন্ত

No comments

বাস্তুদোষ কাটান ।ও।বিদ্যা শিক্ষার উন্নতির জন্য বাড়িতে দক্ষিণা বর্তী শঙ্খ রাখুন উন্নতি আসবে।

বাস্তুদোষ কাটান ।ও।বিদ্যা শিক্ষার উন্নতির জন্য বাড়িতে দক্ষিণা বর্তী শঙ্খ রাখুন উন্নতি আসবে। https://youtu.be/fFBQjxcQzxc https://youtu....

Theme images by RBFried. Powered by Blogger.