প্রশ্ন:-কিভাবে হরি নাম নিতে হবে ?
প্রশ্ন:-কিভাবে হরি নাম নিতে হবে ?

প্রশ্ন:-কিভাবে হরি নাম নিতে হবে ?
"শ্রীশ্রীচরণদাস "তার একটি গ্রন্থে লিখেছেন !
"তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণণা ।
অমানিন মানদেন কীর্তনীয়া সদা হরি" ॥
তৃণ হতে নীচ হয়ে লভে সদা নাম ।
আপনি নিরভিমানী অন্যে দিবে মান ॥
বৃক্ষ সম সহিষ্ণুতা বৈষ্ণবের হয় ।
ভৎসনে তাড়নে কারে কিছু না বলয় ॥
বৃক্ষ যেন কাটিলেও কিছুই বলে না ।
শুকাইয়া মরিলেও জল তো চাহে না ॥
এইরৃপ ধৈর্য সহকারে নিজেকে ক্ষুদ্র
মনে করিয়া নাম লইবে ॥
অর্থাৎ,হরি নাম জপকারী সর্বদা নিজেকে অন্যের
চাইতে ছোট মনে করতে হবে । সে ব্যক্তি যতই নাম
সংকীর্ত্তন করুক না কেন
সর্বদা ভাবতে হবে সে হরি নাম নিতেই জানেনা ।
যে ব্যক্তি হরি নাম নেয় এবং ভাবে আমি যেরূপ
হরি নাম নেই অন্যকেউ সেরূপ হরি নাম
নিতে পারে না সত্যি বলতে শাস্ত্র অনুযায়ী সেই
ব্যক্তির হরি নামের কোনো মূল্যই নেই ।
বৃক্ষকে যেমন কাটিয়ে ফেললে বা বৃক্ষ রোপণের
পরে জল না দিলেও বৃক্ষ যেমন কিছুই
বলেনা তেমনি ধৈর্য সহকারে নিজেকে অতি ক্ষুদ্র
জেনে হরি নাম নিতে হবে ।এই প্রকারের
একমনে হরি নাম সংকীর্ত্তনের দ্বারায়
শ্রীহরি কে পাওয়া সম্ভব ॥
No comments