★★★ শনির সাড়ে সাতী★★★



★★★ শনির সাড়ে সাতী★★★
--------------------------------------------------------------
জন্মছকে চন্দ্র যে রাশিতে অবস্থান করবে,গোচরে তার আগের রাশিতে শনি যখন এসে উপস্থিত হবে তখন শনির সাড়ে সাতী শুরু হবে।এই আগের রাশিতে শনির অবস্থান(গোচরে),রাশির ওপরে শনির অবস্থান এবং রাশির দ্বিতীয়ে গোচরে শনির অবস্থানকে শনির সাড়ে সাতী বলা হয়। সাড়ে সাত বছরের শনির এই অবস্থানকে সাড়ে সাতী বলা হয়।
জন্মছকে যদি শনি পিড়ীত থাকে তবে এই শনির সাড়ে সাতী অত্যন্ত অশুভ। জীবনে নানা দুর্বিসহ ঘটনা ঘটায়।জন্মছকে শনি শুভ এবং শক্তিশালী হলে সাড়ে সাতিতে কোনো অশুভ প্রভাব দেয় না বরং শুভফল দিয়ে থাকেন।
(১)শনির সাড়ে সাতির প্রথম পর্য্যায়ের ফলঃ-
-------------------------------------------------------
এই সময়ে জাতক,জাতিকাদের গুরুজন ও তাদের বাবা,মা এবং নিকট ব্যক্তিদের জন্য অশুভ ফল প্রদান করেন।মাতা-পিতার বিপওি,গুরুজন হানি,বড় শারীরিক বিপওিতে আক্রান্ত বা দূর্ঘটনা ঘটায়।
(২)শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্য্যায়ের ফলঃ-
---------------------------------------------------------
জাতকের দাম্পত্য জীবনে অশান্তি, শরীর-স্বাস্থ্যহানি, দূর্ঘটনা ও অর্থ ক্ষতি করায়।
(৩)শনির সাড়ে সাতির তৃতীয় পর্য্যায়ের ফলঃ-
---------------------------------------------------------
এই সময়টা অত্যন্ত অশুভ। আগের দুটো পর্য্যায়ের থেকেও এটা ক্ষতিকর।এই সময় সন্তানের ক্ষতি, সন্তানের শরীর স্বাস্থ্যহানী,সন্তান হানি,দাম্পত্য কলহ,মানষিক উদ্বেগ বাড়িয়ে দেয়।প্রচন্ড বদনাম বা অপবাদ দেয়।এই সময় জাতক, জাতিকাদের অনেক সংযমের মধ্যে থাকতে হয়।

No comments

বাস্তুদোষ কাটান ।ও।বিদ্যা শিক্ষার উন্নতির জন্য বাড়িতে দক্ষিণা বর্তী শঙ্খ রাখুন উন্নতি আসবে।

বাস্তুদোষ কাটান ।ও।বিদ্যা শিক্ষার উন্নতির জন্য বাড়িতে দক্ষিণা বর্তী শঙ্খ রাখুন উন্নতি আসবে। https://youtu.be/fFBQjxcQzxc https://youtu....

Theme images by RBFried. Powered by Blogger.