শনির ঢাইয়া
------------------
জন্মরাশি থেকে গোচরকালীন শনি যখন চতুর্থে বা অষ্টমে এসে উপস্তিত হয় তখন এই আড়াই বছর শনির উক্ত রাশিতে অবস্থানকে ঢাইয়া বলা হয়।
শনি যদি জন্মছকে পিড়ীত হয় তবেই অশুভ ফল দেখা দিয়ে থাকে। পিড়ীত না হলে শুভফল দিয়ে থাকেন।
এই সময়কালে নতূন কোনো কাজ আরম্ভ করা উচিত নয়।এই সময় পারিবারিক, আর্থিক,মানষিক,শিক্ষাক্ষেএে ও স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে।
এই সময় মানুষকে সৎ থেকে এবং ভাবনা চিন্তা করে ডিশিশান নেওয়া উচিত এবং কোনোরকম আলস্য না করে নিজের কর্ম করে যাওয়া দরকার।
No comments